সঠিক পদ্ধতিতে দরখাস্ত লেখার নিয়ম ও ফরমেট

দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে ভালোভাবে জানা না থাকায় অনেকেই সবকিছু গুলিয়ে ফেলেন । দরখাস্ত লেখার সময় কিছু গঠন কাঠামো বা নির্দেশিকা অনুসারে লেখা অতিব জরুলি। স্থান ও উদ্দেশ্য ভেদে দরখাস্ত লেখার গঠন কাঠামো ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে। কিভাবে একটি পরিমার্জিত দরখাস্ত লেখা যায় সে সম্পর্কে জানবো।

দরখাস্ত লেখার শুরুতে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে

  1.  সর্বপ্রথম তারিখ লিখতে হবে। যেভাবে তারিখ লিখতে হবে: “২৭ই অক্টবর, ২০২৫ ”
  2.  তারপর বরাবর লিখে যার কাছে দরখাস্ত লিখতে চাচ্ছেন তার পদবি উল্লেখ করতে হবে ও ঠিকানা।
  3. কি উদ্দেশ্যে দরখাস্ত লিখছেন সে বিষয় উল্লেখ করতে হবে।
  4. সম্বোধন সুচক জনাব, মহোদয়, মহাশয় ইত্যাদি লেখার মাধ্যমে শুরু করতে হবে।
  5.  এরপর বডিঅংশ এখানে সংক্ষিপ্ত পরিসরে মুলভাবগুলো তুলে ধরতে হবে।
  6.  শেষঅংশে নিবেদক লিখে আবেদনকারীর নাম ও ঠিকানা লিখতে হবে।

দরখাস্ত লেখার নিয়ম

২৭ই অক্টবর, ২০২৫
বরাবর,
সাধারণ ব্যবস্থাপক
শাহন আর্কিটেক এন্ড কনসালটেনসি, রংপুর।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ শাহিনুর রহমান আপনাদের প্রতিষ্ঠানে দির্ঘদিন যাবত সৎ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসিতেছি। আগামী ১০ ও ১১ নভেম্বর ২০২৩ আমার ছোটবোনের বিবাহ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে আমার উপস্থিতি পরিবারের প্রত্যাশা।

অতএব, মহাদয়ের নিকট আকুল আবেদন উক্ত দিন গুলোতে ছুটি দানে মার্জি হয়।

নিবেদক
মোঃ শাহিনুর রহমান
কম্পিউটার অপারেটর
শাহন আর্কিটেক এন্ড কনসালটেনসি, রংপুর।

শেষ কথা

প্রায়ই ক্ষেত্রে আমাদের দরখাস্ত লেখার প্রয়োজন পরে তাই একটি পরিমার্জিত দরখাস্ত লেখার গুরুত্ব অপরিসিম। এছাড়াও আরো ইনফোরমেটিভ আর্টিকেল পেতে prolaxzon ওয়েবসাইটের সাথে যুক্ত থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top