বিদায় অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার মাধ্যমে সকলের মনে জায়গা করুন

বিদায় অনুষ্ঠানের বক্তব্য
বিদায় অনুষ্ঠানের বক্তব্য

বিদায় অনুষ্ঠানের বক্তব্য দিতে পারাটাও একপ্রকার আর্ট। স্কুল জীবন থেকে শুরু করে কর্মজীবন প্রায় সকল ক্ষেত্রে বিদায়ী বক্তব্য দিতে পারা জানা থাকা অতি জরুরী। যা পরিচর্চার মাধ্যমে আয়ত্ত করতে হয়।

যেখানে আপনার বচনভঙ্গি, কথা বলার টোন ইত্যাদি অনেক কিছুর উপর বিদায়ী ভাষণ দ্বারা সকলের মনে জায়গা করে নিতে হবে।

আজকের আর্টিকেলের মাধ্যমে বিদায়ী ভাষণ দেয়ার মাধ্যমে কিভাবে সকলের মনে জায়গা করে নিবেন সে সম্পর্কিত গুরুত্ব পূর্ণ টিপস দিতে যাচ্ছি। অতএব তা জানতে হলে শেষ অবধি আর্টিকেলটি পড়তে হবে।

যেভাবে বিদায় অনুষ্ঠানের বক্তব্য দিবেন

বিদায় অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার সময় আমরা কয়েকটি ধাপ অনুসরণ করার মাধ্যমে বিদায়ী বক্তব্য শুরু থেকে শেষ করবো। ধাপ গুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

ধাপ – ১: বক্তব্যের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলেই মঞ্চে উপস্থিত কৃত প্রধান শিক্ষক বা প্রধান মেহমান, সভাপতি ইত্যাদি উপস্থিত থাকা সকলের উদ্দেশ্যে সালাম প্রদান করার মাধ্যমে শুরু করতে হবে। এছাড়াও বলা যেতে পারে আজকের এই সমাবেশে সকলের সঙ্গে আপনি উপস্থিত হতে পেরে অত্যন্ত গর্বিত বা আনন্দিত এবং যিনি আপনাকে আজকের এই বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন তাকেও ধন্যবাদ জানাতে হবে।

ধাপ – ২: সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য শেষে আপনি যে প্রতিষ্ঠানে এতদিন কর্মরত অথবা শিক্ষাজীবন পার করেছেন সে প্রতিষ্ঠান সম্পর্কে আপনার দীর্ঘদিনের চলাফেরায় আপনি কি শিখতে পেরেছেন সেই প্রতিষ্ঠানের প্রশংসিত দিকগুলো তুলে ধরার মাধ্যমে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন এবং আপনার সহকর্মী বা সহপাঠীদের সাথে চলাফেরায় তাদের দ্বারা সকল ধরণের সাহায্য পেয়েছেন সে সম্পর্কে তুলে ধরতে হবে।

ধাপ – ৩: আপনার এতদিনের চলাফেরার মধ্যে যে অভিজ্ঞতা বা শিক্ষা আপনি অর্জন করেছেন সেই অভিজ্ঞতা আপনার সহপাঠী বা সহকর্মী অথবা সকলের উদ্দেশ্যে আপনার অর্জনকৃত জ্ঞান শেয়ার করা যেতে পারে। যেনো আপনার কথার মাধ্যমে সকলে অনুপ্রাণিত হতে পারে। অর্থাৎ আপনার এতদিনের চলাফেরার অভিজ্ঞতা থেকে কিছু শিক্ষা বা অনুপ্রেরণা ভাগ করে নিন।

  • আপনি কোনো সমস্যায় পরলে তা কীভাবে সমস্যার সমাধান করেছেন?
  • কীভাবে আপনি সেই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছেন?
  • সকল পরিস্থিতির মাধ্যমে আপনি কিভাবে নতুন কিছু শিখেছেন এবং কিভাবে শিখতে হয় সে সম্পর্কে বলুন।

ধাপ – ৪: পরিশেষে বিদায়ী সম্পর্কে বলতে পারেন এই পৃথিবীর মধ্যে সকল কিছু ক্ষণস্থায়ী। আজ এই ভারাক্রান্ত মন নিয়ে বাস্তবতার এই পরিপেক্ষিতে বিদায় নিতে হচ্ছে। আপনার এতোদিনের চলাফেরায় কখনো কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখতে বলার মাধ্যমে সকলের দীর্ঘায়ু কামনা করার মাধ্যমে শেষ করা।

উপসংহার

উপরোক্ত ধাতগুলো অনুসরণ করার মাধ্যমে বিদায় অনুষ্ঠানের বক্তব্য শুরু থেকে শেষ করা যেতে পারে।  এছাড়াও অন্নান্য আপডেট  পেতে আমাদের ওয়েবসাইট prolaxzon এর সাথে আপডেট থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top